মিদাত হত্যা: সৌরভের ফাঁসির আদেশ
নিজস্ব প্রতিবেদক,
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2013-05-19 10:45:12.0
Updated: 2013-05-19 10:46:05.0
চট্টগ্রামের আলোচিত মিদাত হত্যা মামলায় তার ‘বন্ধু’ এস এম তোহা ওরফে সৌরভকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
0
0
চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারেক মাহমুদ রোববার এ আদেশ দেন।
এ
আদালতের পিপি আইয়ুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যার অভিযোগ
প্রমাণিত হওয়ায় বিচারক ফাঁসিতে ঝুলিয়ে আসামির মৃত্যুদণ্ড কার্যকর করতে
বলেছেন।
একইসঙ্গে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে সৌরভকে।
চট্টগ্রামের
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির বিবিএর শিক্ষার্থী মিদাত শারিমা রহমানকে ২০১০
সালের ২১ অক্টোবর আমিরবাগ আবাসিক হাউজিং সোসাইটির এলাকার একটি বাসার ছাদে
ছুরি মেরে হত্যা করা হয়।
মিদাত শারিমা রহমান
এস এম তোহা ওরফে সৌরভ
ওই হত্যাকাণ্ডের পর সৌরভ গ্রেপ্তার হলেও উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে তিনি পালিয়ে যান। মামলার
নথি থেকে জানা যায়, আমীরবাগ হাউজিং সোসাইটির আইডিয়াল হোমসের ছাদে কয়েকজন
বন্ধু মিলে আড্ডা দেয়ার সময় সৌরভের ছুরিকাঘাতে নিহত হন মিদাত।
তার বাবা মিজানুর রহমান পরদিন কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কোতয়ালি
থানার তখনকার উপ-পরিদর্শক সদীপ কুমার দাশ ২০১১ সালের ১৪ জানুয়ারি সৌরভের
বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। একই বছরের ৩ মে তার বিরুদ্ধে অভিযোগ গঠন
করে আদালত।
২০ জন সাক্ষীর বক্তব্য শুনে রোববার রায় দিল আদালত।
No comments:
Post a Comment