‘অন্যায্য হরতাল জনগণ মানবে না’
চাঁদপুর,প্রতিনিধি,
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2013-05-10 09:17:15.0
Updated: 2013-05-10 09:20:04.0
1 / 1
যুদ্ধাপরাধ ট্রইব্যুনালের রায়ের বিরুদ্ধে জামায়াতের হরতাল ডাকার প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বাংলাদেশের জনগণ ‘বেআইনি ও অন্যায্ ‘ হরতাল সহ্য করবে না।
শুক্রবার চাঁদপুরের
কচুয়া উপজেলার বড় হায়াতপুর গ্রামে একটি সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের
জবাবে তিনি এ কথা বলেন।
যুদ্ধাপরাধের মামলায় হত্যা, গণহত্যা ও নির্যাতনের মতো অপরাধ প্রমাণিত হওয়ায়
বৃহস্পতিবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানকে
মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ওই রায় প্রত্যাখ্যান করে রোববার সারা দেশে হরতাল ডেকেছে কামারুজ্জামানের দল
জামায়াতে ইসলাম।
স্বরাষ্ট্রমন্ত্রী
বলেন, “জামায়াতের হরতাল সফল হবে না। হরতালের নামে যদি
কোনো ধ্বংসাত্মক কাজে তারা লিপ্ত হয় তাহলে সরকারের পক্ষ থেকে তাদের দমন করা হবে।”
অন্যদের মধ্যে পুলিশ সুপার মো. আমির জাফর, কচুয়া উপজেলা পরিষদের
চেয়ারম্যান মো. আইয়ুব আলী পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন সোহাগ এ সময় উপস্থিত ছিলেন।
সেতু উদ্বোধন ছাড়াও নাওপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও যুবলীগের বর্ধিত সভায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।
No comments:
Post a Comment